ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মিনিট্রাকের ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষক নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পিএবি সড়কে পাইরাং হট্টইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষকেরা নাম জসিম উদ্দিন চৌধুরী (৫০)। তিনি রাউজান উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এ ঘটনায় আহত হয়েছেন পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের শিলখালী এলাকার মো. ফিরোজ (৪০) ও তাঁর শাশুড়ি মাবেয়া বেগম (৬২)। তাঁরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অপরজনের নাম জানা যায়নি।

নিহত জসিমের বড় ভাই বোরহান উদ্দিন চৌধুরী বলেন, জসিম রাউজান থেকে চট্টগ্রাম শহর হয়ে বাঁশখালী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক থেকে পেকুয়াগামী একটি অটোরিকশায় ওঠেন জসিম উদ্দিনসহ চারজন। অটোরিকশাটি বাঁশখালীর পাইরাং হট্টইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির চার যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানান বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নিগার সুলতানা। তিনি বলেন, আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

দুপুরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, তাঁরা এখনো দুর্ঘটনার কোনো খবর পাননি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।