ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, আরোহীর মৃত্যু

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুমড়েমুচড়ে ট্রাকটির নিচে ঢুকে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী যুবক। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের মাথা ফাটা এলাকায়
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুমড়েমুচড়ে ট্রাকটির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী যুবক। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মাথা ফাটা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম এরশাদ হোসাইন (৩১)। তিনি একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার ওহাব আলীর ছেলে। স্থানীয় সিপাইপাড়া সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন এরশাদ।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এরশাদ হোসাইন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। মাথা ফাটা এলাকায় বাংলাবান্ধাগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই এরশাদের মৃত্যু হয়। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে জব্দ করে।

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুমড়েমুচড়ে ট্রাকটির নিচে ঢুকে যায়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মাথা ফাটা এলাকায়
ছবি: সংগৃহীত

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম খান বলেন, নিহত যুবকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।