ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

চট্টগ্রামের বাঁশখালীতে সোমবার দুপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মা–মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুজন। আজ সোমবার দুপুরে উপজেলার বৈলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী হাঁসের দিঘী এলাকার মো. আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তাঁর মেয়ে প্রিয়া মনি (৩) ও নাইক্ষ্যংছড়ির মধ্যম বাইশারী এলাকার মো. হাশেমের ছেলে আবদুর রহিম (২৫)।

আহত দুজন হলেন নিহত সানজিদার স্বামী মো. আরমান (২৭) ও অটোরিকশাচালক মো. আইয়ুব (২৭)। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈলগাঁও দমদমার দিঘী এলাকায় চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীগামী একটি অটোরিকশার ধাক্কা লাগে। অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে শুকনা পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা–মেয়েসহ তিনজন মারা যান।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, ট্রাকটি বাঁ পাশ থেকে হঠাৎ অটোরিকশার সামনে চলে গেলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী ও আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসপি মো. হুমায়ূন কবির বলেন, ঘটনাস্থল থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ মো. সাইফুদ্দিন বলেন, হাসপাতালে আনা আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।