ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বীরপুর মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম অজিত চন্দ্র সূত্রধর (৪৫)। তিনি নরসিংদীর হাজীপুর ইউনিয়নের শ্মশানঘাট এলাকার জ্ঞানেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি শহরের বিভিন্ন বাড়িতে ঘুরে কাঠমিস্ত্রির কাজ করতেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী শহরের বীরপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন অজিত চন্দ্র। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, বীরপুর এলাকার রেললাইন পার হয়ে একটি বাড়ি থেকে পারিশ্রমিকের টাকা আনতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।