ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

পাবনার বেড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুরান মাসুন্দিয়া রেলক্রসিং মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত চার দিনে উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হলো।

মারা যাওয়া ওই যুবকের নাম আবদুল লতিফ মোল্লা (৩২)। তিনি উপজেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় পল্লি পশুচিকিৎসক ছিলেন।

এলাকাবাসী জানান, আবদুল লতিফ প্রতিদিনের মতো সকালে তাঁর মেয়েকে স্থানীয় মক্তবে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পুরান মাসুন্দিয়া রেলক্রসিং মোড় পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেনে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রেনটি ঢালারচর থেকে রাজশাহী যাচ্ছিল।
ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম।

গত শনিবার উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নান্দিয়ারা রেলগেট এলাকায় গোলেজান বেগম (৮০) নামের এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান।