ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু, প্রেমিকা আহত

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিলেটমুখী ট্রেনের নিচে গতকাল শনিবার ঝাঁপ দেন এক যুগল। এতে ঘটনাস্থলেই প্রেমিক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রেমিকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তরুণ হলেন বিজয়নগরের জাহিদুল ইসলাম ওরফে শান্ত (২০)। ১৭ বছর বয়সী তরুণী একই উপজেলার। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।  

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েল নগরের চাঁনপুরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তরুণ-তরুণী। বেলা আড়াইটার দিকে সিলেটমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন চাঁনপুর অতিক্রম করার সময় তাঁরা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে মাথায় আঘাত পেয়ে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান। আর মেয়েটি আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণের লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে এই যুগলের গ্রামের একজন বলেন, এই তরুণ-তরুণী একই বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তবে বেশ আগেই জাহিদুল পড়াশোনা ছেড়ে দেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাঁরা কেন ট্রেনের নিচে ঝাঁপ দিলেন, তা বোঝা যাচ্ছে না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, প্রেমঘটিত কোনো ঘটনায় এই যুগল ট্রেনের নিচে ঝাঁপ দিতে পারেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।