ডাবল রেললাইন বাস্তবায়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধির দাবিতে রেল অভিযাত্রা

ঢাকা থেকে জামালপুর ডাবল রেললাইন দ্রুত বাস্তবায়ন ও রেলের যাত্রীসেবার মান বৃদ্ধির দাবিতে রেল অভিযাত্রা শেষে সমাবেশে। শুক্রবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনে
প্রথম আলো

ঢাকা থেকে জামালপুর ডাবল রেললাইন দ্রুত বাস্তবায়ন, ভূঞাপুর-টাঙ্গাইল রেললাইনে বাইপাস নির্মাণ এবং সারা দেশে রেলের সেবার মান বৃদ্ধির দাবিতে রেল অভিযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা থেকে জামালপুর পর্যন্ত বিশেষ একটি ট্রেনে রেল অভিযাত্রা শেষে জামালপুর রেলওয়ে স্টেশনে সমাবেশের আয়োজন করা হয়।

আজ শুক্রবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পরিবেশ বাঁচাও আন্দোলন ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, ঢাকা থেকে জামালপুরের সিঙ্গেল রেললাইনের কারণে সময় অপচয় হচ্ছে। অন্যদিকে যাত্রীসেবার মান খুবই নিম্নমানের। ট্রেনের মধ্যে যাত্রীরা নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।

সমাবেশের সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, মানবাধিকার কমিশন জামালপুর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোর্শেদ।

বক্তারা বলেন, ঢাকা থেকে জামালপুরের সিঙ্গেল রেললাইনের কারণে সময় অপচয় হচ্ছে। অন্যদিকে যাত্রীসেবার মান খুবই নিম্নমানের। ট্রেনের মধ্যে যাত্রীরা নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। ফলে দ্রুততম সময়ের মধ্যে ডাবল লাইনের বাস্তবায়ন করতে হবে। সারা দেশে রেলওয়েকে প্রধান পরিবহনে পরিণত করতে হবে। সেটার বাস্তবায়ন করতে পারলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি কম সময়ে ও কম খরচে মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে রক্ষা পাবে পরিবেশ।