ডুমুরিয়ায় গ্যারেজে ঢুকে পড়ল বাস, প্রাণ গেল দুই ভাইয়ের

প্রতীকী ছবি

সড়কের পাশে এক ভ্যান গ্যারেজে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল দুই ভাই সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫)। অপেক্ষা করছিল তাদের বহনকারী ভ্যানটির মেরামতের। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে ঢুকে পড়লে দুজনই চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বছরের শিশু রাকিবুল নিহত হয়। আর গুরুতর আহত কিশোর সাব্বিরকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ শনিবার সন্ধ্যার দিকে চুকনগর-যশোর সড়কের খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই সাব্বির ও রাকিবুল উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

নিহত দুই ভাই সাব্বির ও রাকিবুল খুলনার ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সাব্বির ও তার ছোট ভাই রাকিবুলকে নিয়ে তাদের মা ভ্যানে করে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটিতে ত্রুটি দেখা দিলে তা মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যান চালক। এ সময় গ্যারেজের সামনে অপেক্ষা করছিলেন মা ও দুই ছেলে। হঠাৎ যশোর থেকে চুকনগরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে প্রচণ্ড আঘাত পেয়ে শিশু রাকিবুল ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত সাব্বিরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।