পরশুরামে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

নিখোঁজের ৫ ঘণ্টা পর প্রতিবেশীর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে নিখোঁজের ৫ ঘণ্টা পর প্রতিবেশীর ডোবা থেকে মো. ইয়াছিন নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ শুক্রবার বিকেলে ইকবাল হোসেন (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি পরশুরাম উপজেলা সদরের কাঁচাবাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত শিক্ষক। ওই বাড়িতে তিনি একাই বসবাস করেন।

নিহত শিশু ইয়াছিন পরশুরাম কাঁচাবাজারের পাশের এলাকার বাসিন্দা মো. ইউছুপের ছেলে। আজ সকাল ৭টার দিকে সে নিখোঁজ হয়। পরে দুপুর ১২টার দিকে প্রতিবেশী ইকবাল হোসেনের ঘরের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ইকবাল হোসেনকে আসামি করে পরশুরাম মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন লাশ উদ্ধার, মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউছুপের ৭ বছর বয়সী ছোট ছেলে ইয়াছিন মাঝেমধ্যে ইকবালের বাড়িতে যেত। এ নিয়ে প্রতিবেশী ইকবাল আগে একাধিকবার শিশুটিকে বকাঝকা করেন। এমনকি চড়-থাপ্পড়ও মারেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ইউছুপ ও ইকবাল হোসেন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। ইউছুপের ৭ বছর বয়সী ছোট ছেলে ইয়াছিন মাঝেমধ্যে ইকবালের বাড়িতে যেত। এ নিয়ে ইকবাল আগে একাধিকবার শিশুটিকে বকাঝকা করেন। এমনকি চড়-থাপ্পড়ও মারেন। ছোট শিশুটি তারপরও ইকবালের গাছের আম পড়লেই কুড়াতে যেত। শিশুর পরিবারও শিশুটিকে ওই বাড়িতে যেতে অনেকবার নিষেধ করে। প্রতিবেশী ইকবাল কয়েক দিন আগে ওই শিশুর বাবাকে ডেকে তাঁর ছেলে যেন তাঁর বাড়িতে না যায়, সে জন্য সতর্ক করেন। এরপর শিশুটি তাঁর বাড়ি গিয়ে কিছু ধরার চেষ্টা করলে মেরে লাশ গুম করা হবে বলে হুমকি দেন।

আজ সকাল ৭টার দিকে ইয়াছিন পরিবারের অন্যদের চোখের নজর এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও না পেয়ে বাজারে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার শুরু করে পরিবার। দুপুর ১২টার দিকে শিশুটির স্যান্ডেল প্রতিবেশী ইকবালের ঘরের পাশে পাওয়া যায়। তাতেই স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ইকবালের ঘরের পাশেই ডোবার পানি ঘোলা দেখে কয়েকজন ওই ডোবায় নেমে পড়েন। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার মধ্য থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বিকেলে পরশুরাম থানার পুলিশ ওই স্থানে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।