ঢাকা ও কুমিল্লার পথে রওনা দেওয়া দুটি বাস থানায়, যাত্রীরা বাড়িতে

দিনাজপুর থেকে ঢাকা–কুমিল্লার উদ্দেশে ছে‌ড়ে যাওয়ার প‌থে আটক করা হয় দুটি বাস। গতকাল বৃহস্প‌তিবার রাত ১১টায় দিনাজপুর শহ‌রের ফুলবা‌ড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে ঢাকা ও কুমিল্লার উদ্দেশে রওনা দেওয়া দুটি বাস আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই চালককে ১৫ হাজার টাকা জরিমানা করে বাস দুটিকে নেওয়া হয়েছে থানা হেফাজতে। আর যাত্রীদের যাঁর যাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দিনাজপুর শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানা গোনা একটি বাস বোগদাদ পরিবহনের। বাসটি কুমিল্লায় যাওয়ার জন্য রওনা করেছিল। অপর বাসটি আহসান পরিবহনের। এ বাস ঢাকার উদ্দেশে ছেড়েছিল। দুই বাসে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহনুর জামান, কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাসে থাকা যাত্রীদের বাড়িতে ফেরত পাঠানো হয়। বাস দুটিকে পুলিশের মাধ্যমে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। ঢাকায় ফেরার পথে কোনো যাত্রী পরিবহন করবেন না মর্মে বাসমালিক কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হবে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বাস দুটি পুলিশি হেফাজতে আছে। বাসচালক ও চালকের সহকারীদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে তাঁদের ছেড়ে দেওয়া হবে।