ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খারাজোড় এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ বুধবার দুপুরে অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। থেমে থেমে চলছে গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের খারাজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। ফলে চার লেনের মহাসড়কে এখন দুই লেন চালু থাকায় এই যানজট দেখা দিয়েছে।

খারাজোড়া থেকে টাঙ্গাইলের দিকে ১০ কিলোমিটার সড়কে যানজট আছে। এই যানজট আজ ভোর থেকে শুরু হয়েছে।
মনোয়ার হোসেন চৌধুরী, ওসি, কালিয়াকৈর থানা
যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আটকা পড়েছে বিভিন্ন পরিবহন। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খারাজোড় এলাকায়
ছবি: প্রথম আলো

কালিয়াকৈর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, চন্দ্রা মোড়ে যানজট নেই। তবে খারাজোড়া থেকে টাঙ্গাইলের দিকে ১০ কিলোমিটার সড়কে যানজট আছে। এই যানজট আজ ভোর থেকে শুরু হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

যানজন কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারটি পয়েন্ট হাইওয়ের পুলিশের টিম কাজ করছে বলে জানান খোলাই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন। তিনি বলেন, যানজট কালিয়াকৈরের খারাজোড়া থেকে মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশ যানজট নিরসন করার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে।