ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন লাইনচ্যুত

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে
সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবার ট্রেন লাইনচ্যুত হয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়।

রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকাগামী ট্রেনের মাঝখানের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহরের গলাচিপা এলাকায় রেলের একটি বগির এক চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা উঠিয়েছে। শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার বেলা একটার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের চারটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়। ১৩ ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন