ঢাকায় প্রবেশে বাধা, কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট

বিকেল তিনটা পর্যন্ত এ পথে যানবাহনের জট লেগে ছিল। পুলিশ ঢাকাগামী যানবাহনগুলো বলদাখাল থেকে চট্টগ্রামের দিকে ফেরত পাঠাচ্ছে। যানবাহনগুলোর বেশির ভাগই বাস, ট্রাক। যাত্রীদের মধ্যে আছেন বিদেশগামী ও রোগীরা।

রাজধানীগামী যানবাহন আটকে দেওয়ায় দীর্ঘ যানজট তৈরি হয় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর এলাকায়।
প্রথম আলো

ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন চলায় চট্টগ্রাম থেকে রাজধানীমুখী যানবাহনগুলোকে আটকে দেওয়া হচ্ছে মুন্সিগঞ্জে প্রবেশের আগেই। এ কারণে আজ মঙ্গলবার ভোর থেকে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। সাধারণত দাউদকান্দির পর মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ হয়ে যানবাহন ঢাকায় প্রবেশ করে।

দাউদকান্দির বলদাখাল এলাকায় পুলিশ যানবাহন আটকে দেওয়ায় সকালে যানজট তৈরি হয় উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার। বিকেল তিনটা পর্যন্ত এ পথে যানবাহনের জট লেগে ছিল।

পুলিশ ঢাকাগামী যানবাহনগুলো বলদাখাল থেকে চট্টগ্রামের দিকে ফেরত পাঠাচ্ছে। যানবাহনগুলোর বেশির ভাগই বাস, ট্রাক। যাত্রীদের মধ্যে আছেন বিদেশগামী ও রোগীরা। সকাল ১০টার পর থেকে চট্টগ্রামগামী সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসচালক বাবুল মিয়া দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবস্থানকালে বলেন, ভোর পাঁচটায় আমিরাবাদে পৌঁছে দীর্ঘ তিন ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। পরে পুলিশ ঢাকায় যাওয়ার সুযোগ না দিয়ে কুমিল্লায় ফেরত পাঠায়। হঠাৎ ঢাকার আশপাশের জেলাগুলোতে লকডাউনের সিদ্ধান্তে যানবাহনের যাত্রী, মালিক, চালক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীকে সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানানো হয় গতকাল সোমবার। ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ থাকবে। এমন বিধিনিষেধ আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

সাত জেলা হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পাঁচদোনা গ্রামের বাসিন্দা শেফালী আক্তার (২০) মঙ্গলবার ভোরে জরুরি ভিত্তিতে গলায় অস্ত্রোপচারের জন্য ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরীপুরে পৌঁছে দেখেন তীব্র যানজট। অথচ ঢাকায় পৌঁছাতে না পারলে তাঁর শারীরিক সমস্যা হবে।

সৌদি আরবগামী যাত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী গ্রামের বাসিন্দা হাসান মিয়া বলেন, দুপুর ১২টার মধ্যে তাঁকে যেকোনো মূল্যে ঢাকায় পৌঁছাতে হবে। যথাসময়ে ঢাকায় পৌঁছাতে না পারলে তিনি সৌদিতে যেতে পারবেন না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে মহাসড়কে যানজটের প্রভাব পড়েছে কুমিল্লা জেলার অভ্যন্তরীণ পথে যানবাহন চলাচলেও। জনতা ব্যাংকের দাউদকান্দির সুন্দলপুর বাজার শাখার কর্মকর্তা নেছার উদ্দিন বলেন, তীব্র যানজটের কারণে দাউদকান্দির আমিরাবাদ থেকে শহীদনগর পর্যন্ত চার কিলোমিটার সড়ক পায়ে হেঁটে ব্যাংকে পৌঁছাতে হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ সরকারি বিধি অনুসরণ করছে।