তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে সরকার নিরলস কাজ করছে: জুনাইদ আহ্‌মেদ

হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অতিথিরা। আজ বরিশাল নগরের নথুল্লাবাদে
ছবি: প্রথম আলো

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, গত ১৩ বছরে দেশে ২০ লাখ তরুণ-তরুণীর তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান হয়েছে। এখন গ্রামে থেকেও উন্নত বিশ্বের সঙ্গে যোগাযোগ এবং কাজ করার সুযোগ পাচ্ছেন এ দেশের তরুণেরা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের ডিজিটাল ও প্রযুক্তিতে সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।

বরিশালে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরের নথুল্লাবাদে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। পরে সেখানে তিনটি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বরিশাল বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুনাইদ আহ্‌মেদ বলেন, ভারতের দেওয়া সহজ শর্তের ঋণে দেশের ১২ জেলায় ১২টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের অংশ হিসেবে বরিশালে কাজ শুরু হলো। এ প্রতিষ্ঠান থেকে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।

জুনাইদ আহ্‌মেদ বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে তথ্যপ্রযুক্তি বিষয়কে অন্তর্ভুক্ত করার মতো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এর সুফল পেয়েছে দেশ। এখন ২০ লাখ প্রযুক্তিজ্ঞানসম্পন্ন তরুণ-তরুণী প্রযুক্তি খাতে কাজ করছেন। দেশে সাড়ে ৮ হাজার ইউনিয়ন ইনফরমেশন সেন্টার স্থাপন করে গত ১৩ বছরে ১৬ হাজার উদ্যোক্তা তৈরি করেছে সরকার। তাঁরা ১ কোটি মানুষকে এখন ডিজিটাল সেবা দিচ্ছেন। তিনি বলেন, এভাবেই নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বরিশালে নির্মাণাধীন হাইটেক পার্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখান থেকে প্রতিবছর হাজারো মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দক্ষিণাঞ্চলের তরুণেরা গতানুগতিক ব্যবসা-বাণিজ্যের বদলে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এ ছাড়া এটি দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনবে।

হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। আজ বরিশাল নগরের নথুল্লাবাদে
ছবি: প্রথম আলো

পরে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। সেখানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আলোচনা সভায় জুনাইদ আহ্‌মেদ বলেন, ভারতের দেওয়া সহজ শর্তের ঋণে দেশের ১২ জেলায় ১২টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের অংশ হিসেবে বরিশালে কাজ শুরু হলো। এ প্রতিষ্ঠান থেকে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবেন। নিজেরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবেন। ডিজিটাল বাংলাদেশের তরুণেরা এখন চাকরি খুঁজবেন না, তাঁরা চাকরির ক্ষেত্র তৈরি করবেন।

দেশের তরুণদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার কথা উল্লেখ করে জুনাইদ আহ্‌মেদ বলেন, ভবিষ্যতে দেশের মেধাবী তরুণেরা চতুর্থ শিল্পবিপ্লবের রোবোটিকস প্রযুক্তি, আইওটি, সাইবার সিকিউরিটি টুলস তৈরি করে বিদেশে রপ্তানি করবেন। সরকার সেই সুযোগ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।