তল্লাশিচৌকিতে আটক ৩, পরে জানা গেল তাঁরা ডাকাতি করে ফিরছিলেন

ডাকাতি
প্রতীকী ছবি

ভোর সাড়ে পাঁচটার দিকে তিনজন তল্লাশিচৌকি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এত সকালে তাঁরা কোথায় যেতে চান, এলেন কোথা থেকে—এ রকম প্রশ্নের জবাবে তাঁদের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। তাঁদের দেহ তল্লাশি করতে গিয়ে এক ভরি ওজনের একটি স্বর্ণালংকার পাওয়া যায়। এটি সঙ্গে রাখার কারণ সম্পর্কে একেকজন একেক কথা বলছিলেন। এরপর তিনজনকে আটক করে খোঁজ নিতে গিয়ে জানা যায়, এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে ভোরে ফিরছিলেন তাঁরা। এর আগে ডাকাতির অভিযোগে দায়ের একাধিক মামলারও পলাতক আসামি তাঁরা।

আজ মঙ্গলবার ভোরে সিলেটের বিয়ানীবাজার থানা-পুলিশের একটি অস্থায়ী তল্লাশিচৌকিতে এভাবে ডাকাতি মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার খোকন আহমদ ওরফে তুরন মিয়া (৩৫), সুনামগঞ্জের ছাতকের মো. মোনায়েম (৩০) ও শফিকুল ইসলাম ওরফে স্বপন (৩৫)। বিকেলে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উদ্ধার করা স্বর্ণালংকার আগের রাতে পাশের কানাইঘাট উপজেলার প্রবাসীর বাড়ি থেকে ডাকাতি করে আনা বলে স্বীকারোক্তি দেন তিনজন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে বিয়ানীবাজারের চারখাই ইউপির ঘোলাঘাট রাস্তার মাথায় কাটলিপুল যাত্রীছাউনির সামনে অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ সেখানে কর্তব্যরত ছিলেন। অদূরে তিনজন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একপর্যায়ে তল্লাশিচৌকি পার হওয়ার চেষ্টা করেন। এ সময় সন্দেহবশত তিনজনকে আটক করে তাঁদের দেহ তল্লাশি করে ওই স্বর্ণালংকার উদ্ধার করা হয়। কিন্তু স্বর্ণালংকার নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছিলেন তাঁরা। তাঁদের আটক করে নাম-ঠিকানা নিয়ে জেলা পুলিশে খোঁজ নিতে গিয়ে জানা যায়, তাঁরা তিনজনই ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি। উদ্ধার করা স্বর্ণালংকার আগের রাতে পাশের কানাইঘাট উপজেলার প্রবাসীর বাড়ি থেকে ডাকাতি করে আনা বলে স্বীকারোক্তি দেন তিনজন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, তিনজনের নিজ এলাকার থানায় খবর নিয়ে একেকজনের বিরুদ্ধে দু-তিনটি করে ডাকাতি মামলা থাকার তথ্য পাওয়া যায়। এরপর পলাতক আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের কাছে পাওয়া স্বর্ণালংকারের বিষয়ে জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ১৮ অক্টোবর রাতে কানাইঘাট উপজেলার বানিগ্রামে একজন সৌদিপ্রবাসীর বাড়ি থেকে ডাকাতি করে ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও ১ হাজার ৩২০ টাকা নেন তাঁরা। সেখান থেকে তিনজন পালানোর সময় তল্লাশিচৌকিতে ধরা পড়েন।