তাঁরা দুজন কখনো সাংবাদিক, কখনো ডিবি পুলিশ

তাঁরা দুজন কখনো সাংবাদিক, আবার কখনো গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেন। এভাবে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ হাতিয়ে নেন। রোববার তাঁরা মুঠোফোনে ডিবি পরিচয় দিয়ে এক কৃষককে ভয়ভীতি দেখান। রাতে ওই কৃষকের বাড়িতে গিয়ে টাকার জন্য চাপ দিতে থাকেন। এতে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা ওই দুজনকে আটকে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এ ঘটনা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরুসাডাঙ্গা এলাকার। গ্রেপ্তার দুজন হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কয়নিজ পাড়া এলাকার আকাশাত দৌল্লা (৪৫) ও মুনশিপাড়া এলাকার এম এ বাশার বিপুল (৪২)। ফেরুসাডাঙ্গা এলাকার বাসিন্দা আবুল হোসেন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা করেছেন

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গ্রেপ্তার দুজন সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন। আবুল হোসেনের কাছে পুলিশ পরিচয় দিয়ে মুঠোফোনে ওই দুজন চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা নিতে আবুলের বাড়িতে যান তাঁরা। তাঁদের আচরণ সন্দেহজনক হলে এলাকাবাসী তাঁদের আটকে রাখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। এ ঘটনায় সোমবার সকালে চিরিরবন্দর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।