তানোরে বিলে ভেসে উঠল বৃদ্ধের লাশ

রাজশাহীর তানোর উপজেলার বিল কুমারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আহমেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিলে ভেসে ওঠে। এর আগের দিন ওই বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। আহমেদ আলীর বাড়ি উপজেলার কুঠিপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে কুঠিপাড়া গ্রামের মৎস্যজীবী আহমেদ আলী একাই নৌকা নিয়ে বিল কুমারীতে মাছ ধরতে যান। তিনি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হালকা ঝড়সহ বৃষ্টি হয়।

বেলা দুইটার দিকে গ্রামবাসী ওই ব্যক্তির নৌকা কিনারে দেখতে পান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ওই ব্যক্তি ফিরে না আসায় বাড়ির লোকজন তাঁকে খুঁজতে বের হন। ফায়ার সার্ভিসের একটি দল ওই বিলে গিয়ে পরিদর্শন করে। পরিবারসহ গ্রামবাসী ওই ব্যক্তিকে খোঁজেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই বিলে আহমেদ আলীর লাশ ভেসে ওঠে। পরে বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গতকাল দুপুরের পর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ছিল। ধারণা করা হচ্ছে, মাছ ধরা অবস্থায় ওই ব্যক্তি বিলে ডুবে যান। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তারা লাশ চেয়ে আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।