তারাকান্দায় সাবেক বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অবসরপ্রাপ্ত সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন সাংমা ওরফে মন্টু (৬৫)। তিনি বিজিবির সাবেক সদস্য। এ ঘটনায় অভিযুক্ত দাবি করে স্থানীয় বাসিন্দারা শিমুল চাম্বু (২০) নামের স্থানীয় এক তরুণকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। পরে গতকাল রাতে নিহত ব্যক্তির ভাতিজা সুজন সাংমা বাদী হয়ে তারাকান্দা থানায় শিমুল চাম্বুকে আসামি করে মামলা করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, মনোরঞ্জন সাংমা অবসর নেওয়ার পর থেকে তিনি গ্রামেই বাস করতেন। বাড়িতে আসার পর থেকে তিনি শখের বসে কবিরাজি চিকিৎসা করতেন। এ চিকিৎসার জন্য মরোরঞ্জন সাংমা কারও কাছ থেকে টাকা নিতেন না। সম্প্রতি মনোরঞ্জন সাংমা তাঁর প্রতিবেশী শিমুল চাম্বুর চাচার চিকিৎসা করেছিলেন। তবে চিকিৎসা নেওয়ার পর ওই ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়েন।

এর পর থেকেই শিমুর চাম্বু মনোরঞ্জন সাংমার ওপর ক্ষুব্ধ ছিলেন। শিমুলের অভিযোগ, মনোরঞ্জন সাংমা চিকিৎসার নামে তাঁর চাচাকে মেরে ফেলার উদ্দেশ্যে ‘জাদু’ করেছেন।

মনোরঞ্জন সাংমার পরিবারের ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে শিমুল চাম্বু মনোরঞ্জন সাংমার বাড়ির সামনে গিয়ে রামদা দিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এতে ঘটনাস্থলেই মনোরঞ্জন সাংমা মারা যান। পরে স্থানীয় লোক শিমুল চাম্বুকে আঠক করে থানায় খবর দেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনার সময় শিমুল চাম্বু মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ সোমবার শিমুল চাম্বুকে আদালতে নেওয়া হবে। এর আগে গতকাল রাতেই নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।