তারাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ৬

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের পাশে আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউট কলেজের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি উপজেলার ঘনিরাপুর গ্রামে। আহত ছয়জনের মধ্যে তিনজন হলেন দুদু মিয়া, স্বপন মিয়া ও ভ্যানচালক মোখলেছুর রহমান। আহত বাকি তিনজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলামসহ ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া ও স্বপন মিয়া তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ভ্যানে করে মহাসড়ক দিয়ে তারাগঞ্জ বাজার যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কৃষি ইনস্টিটিউট কলেজের সামনে সৈয়দপুরগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় দুদু মিয়া, স্বপন মিয়া ও ভ্যানচালক মোখলেছুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ বলেন, দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার ও ভ্যান পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।