তাড়াশে প্রথম একজনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রথমবারের মতো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ থেকে আসা নমুনা পরীক্ষা প্রতিবেদনে ওই ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের বাসিন্দা।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আবু হাসান বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে থাকতেন। কয়েক দিন আগে তিনি বাড়িতে আসেন। করোনার উপসর্গ দেখা দিলে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান প্রথম আলোকে বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।