তিন দিন আটকে থাকার পর ঘাটে এসে ১২ ঘণ্টার যানজটে

শুক্রবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্যবাহী গাড়ি ঘাটে আসতে শুরু করেছে। কিন্তু যাত্রীবাহী পরিবহনের চাপ না কমায় পণ্যবাহী গাড়ির জট তৈরি হয় সড়কে। সোমবার দুপুরে দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে
প্রথম আলো

যশোরের বেনাপোল থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে গত বৃহস্পতিবার রওনা দেন পণ্যবাহী ট্রাকচালক মমিনুর রহমান। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এলে পুলিশ ট্রাক আটকে দেয়। তিন দিন থাকার পর গতকাল রোববার রাতে ফেরি পার হতে ঘাটের দিকে রওনা হন। এবার যানজটে আটকে থাকেন আরও ১২ ঘণ্টা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় যানজটে আটকে ছিলেন মমিনুর। সে সময় প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ঈদের পঞ্চম দিন থেকে সাধারণ পণ্যের গাড়ি পার হওয়ার কথা। এটি মাথায় রেখে মেশিনারি যন্ত্রপাতি নিয়ে গত বৃহস্পতিবার (৫ মে) রওনা হন। মধ্যরাতে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে পুলিশ ট্রাক আটকে রাখে। এরপর আবার যানজটে আটকে থেকে তাঁর শরীর কুলাচ্ছে না।

সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার ঢাকামুখী যানবাহনের দুটি সারি দেখা যায়। বিপরীত দিকে নদী পাড়ি দিয়ে আসা দক্ষিণাঞ্চলগামী গাড়ির সারি ছিল ফেরিঘাট থেকে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার।

ঢাকামুখী পরিবহনের বেশির ভাগই ছিল পণ্যবাহী। এর অধিকাংশ বৃহস্পতিবার রাতে বা পরদিন শুক্রবার ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় আটকা ছিল। দুই-তিন দিন আটকে থাকার পর রোববার রাতে যানগুলো ফেরি পার হওয়ার জন্য ছেড়ে দেওয়া হলেও ঘাটের যানজটে ১২-১৩ ঘণ্টা ধরে আটকে আছে।

যশোর থেকে আলকাতরা বোঝাই করে নারায়ণগঞ্জের উদ্দেশে গত শনিবার দুপুরে রওনা দেন ট্রাকচালক বিকাশ সাহা। সোমবার দুপুরে ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাড়ির সারিতে আটকে ছিলেন। বিকাশ সাহা বলেন, ‘যাত্রীবাহী বাস আগে পার হওয়ার পর পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার সুযোগ দিচ্ছে। এতে মনে হচ্ছে না আজ (সোমবার) রাতেও নদী পার হতে পারব।’

অভিযোগ রয়েছে, পণ্যবাহী গাড়ির চাপ থাকায় স্থানীয় প্রভাবশালী দালালদের তৎপরতাও বেড়ে গেছে। ঘাট এলাকা পারাপারের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও দ্বিগুণ অর্থ দিয়ে দালালের মাধ্যমে টিকিট কাটতে বাধ্য হচ্ছেন পণ্যবাহী গাড়ির চালকেরা। বিশেষ করে তরমুজসহ বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি ও কাঁচা পচনশীল পণ্যের গাড়ি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝে দালালেরা সক্রিয় থাকেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় থেকে জানা গেছে, রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী পরিবহন ৭৭২, পণ্যবাহী ৮৯১, ছোট বা ব্যক্তিগত গাড়ি ছিল ৩ হাজার ৩৮৮টি ও মোটরসাইকেল পার হয়েছে ১ হাজার ৯৬টি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় ২০টি ফেরি চলছে। মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এক-দুটি ফেরি সাময়িক সময়ের জন্য নোঙর করে রাখা হচ্ছে।