তিন দিন বন্ধ থাকার পর ঝিনাইগাতী–ঢাকা পথে দূরপাল্লার বাস চলাচল শুরু

তিন দিন বন্ধ থাকার পর শেরপুরের ঝিনাইগাতী থেকে বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদনগর এলাকার অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে ঝিনাইগাতী–ঢাকা সড়কপথে বাস চলাচল শুরু করেছে।

রুট পারমিট নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঝিনাইগাতীর কয়েকজন বাসমালিক গত শনিবার থেকে ঝিনাইগাতী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছিলেন। বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগের অবসান হয়েছে।

জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসেন মঙ্গলবার দুপুরে শহরের গৌরীপুর পৌর বাস টার্মিনাল এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছানুয়ার হোসেন বলেন, ঝিনাইগাতীর সামিউল হক ফকিরের মালিকানাধীন শাহ ফকির এক্সপ্রেস নামে একটি বাস রুট পারমিট ছাড়া ঝিনাইগাতী-আশুলিয়া-ঝিনাইগাতী রুটে চলাচল করে আসছিল।

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর থেকে রুট পারমিটবিহীন সব গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শাহ ফকির এক্সপ্রেসকে রুট পারমিট অনুযায়ী নির্ধারিত রুটে চলাচলের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ অমান্য করে সামিউল হক ফকির ও তাঁর কয়েকজন অনুসারী শনিবার অবৈধভাবে ঝিনাইগাতী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন। এতে যাত্রীরা বিপাকে পড়েন।

জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতে সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঝিনাইগাতী উপজেলা সদরের আহম্মদনগর এলাকার অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে ঝিনাইগাতী-ঢাকা রুটে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকালে ঝিনাইগাতী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে।

ইতিমধ্যে সামিউল হক ফকিরকে সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব বিষয় ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

বাস-কোচ মালিক সমিতির অভিযোগ অস্বীকার করে সামিউল হক ফকির বলেন, তাঁর বাসটি দীর্ঘদিন ঝিনাইগাতী-আশুলিয়া রুটে চলাচল করে আসছে। কিছুদিন আগে ঝিনাইগাতী থেকে আরও একটি বাস আশুলিয়ায় চলাচল শুরু করে। এরপর বাস মালিক সমিতি কোনো কারণ ছাড়াই তাঁর বাসটি বন্ধ করে দিতে বলে। বৃহস্পতিবার তাঁর বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিলে শেরপুর শহরের নবীনগর এলাকায় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে ঝিনাইগাতী থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন স্থানীয় বাসমালিকেরা।