তিন বাড়ি থেকে ২১০৫ কেজি সরকারি চাল উদ্ধার

খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা
ফাইল ছবি

সিরাজগঞ্জের সদর উপজেলায় তিনটি বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ১০৫ কেজি চাল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি ও সয়দাবাদ উত্তর পাড়ায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতউল্লাহ। অভিযানে দুখিয়াবাড়ি এলাকার মো. রমজান আলীর বাড়ি থেকে ২৬ বস্তা চাল পাওয়া যায়, যার ওজন প্রায় ৮০০ কেজি। একই গ্রামের মো. আমজাদ হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয় ২০ বস্তা চাল, যার ওজন প্রায় ৬০০ কেজি। সয়দাবাদ উত্তরপাড়া এলাকার মানিক চন্দ্রের বাড়িতে ২৩ বস্তা চাল পাওয়া যায়, যার ওজন প্রায় ৭০৫ কেজি।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আসামিরা সবাই পলাতক। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা চাল সয়দাবাদ ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। অভিযানে সহায়তা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, সদর থানার উপপরিদর্শক আবু সাইদ প্রমুখ।