সীতাকুণ্ডে নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক আসামির জবানবন্দি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সুতা তৈরির কারখানার নারী শ্রমিককে (২৪) তিনজন মিলে ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. জাহিদ নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে তিনি এই জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম সাইফুল্লাহ।

জাহিদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী বুধবার রাতে কারখানার কাজ শেষে বাবার বাড়ি যাওয়ার জন্য বাঁশবাড়িয়া বাজার এলাকায় নামেন। তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন মামলার ১ নম্বর আসামি। গাড়িটির চালকের আসনে ছিলেন ২ নম্বর আসামি। ওই নারীকে বাঁশবাড়িয়া সৈকতের বেড়িবাঁধ এলাকায় নিয়ে জাহিদসহ তিনজন মিলে পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন।

এ সময় নারীটির চিৎকারের স্থানীয় একটি কারখানার নিরাপত্তাপ্রহরী এগিয়ে এসে জাহিদকে ধরে ফেলেন। প্রহরী পুলিশের কাছে জাহিদ ও নারীকে হস্তান্তর করেন।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

সেই মামলায় জাহিদকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত ও গ্রেপ্তারের প্রয়োজনে ধর্ষণ মামলার অপর দুই আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।