তৃতীয় দফায় পরীক্ষায় জানা গেল করোনা 'পজিটিভ'

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত এক চিকিৎসকের নমুনা পরীক্ষায় পরপর দুবার করোনা নেগেটিভ হয়। এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য পুনরায় নমুনা পরীক্ষায় তিনি করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন।

গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান বলেন, গত ৬ ও ৮ এপ্রিল তাঁর স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুই তরুণ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা দিতে গিয়ে তাঁদের সংস্পর্শে আসায় ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হন। ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় গত ১১ এপ্রিল তাঁর করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। ১২ এপ্রিল তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ১২ দিন চিকিৎসা নেওয়ার পর গত ২৪ এপ্রিল নমুনা পরীক্ষায় পরপর দুবার তাঁর করোনা ‘নেগেটিভ’ আসে। ওই দিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি ঢাকার মিরপুরের বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শক্রমে ওই বাসায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকেন তিনি। কয়েক দিন পর তাঁর শরীরে জ্বর আসে। এরপর গত শনিবার আইইডিসিআরের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর পুনরায় করোনা ‘পজিটিভ’ আসে। নমুনা পরীক্ষায় এ নিয়ে ওই চিকিৎসকের দুবার করোনা পজিটিভ এবং দুবার করোনা নেগেটিভ এসেছে। এখন তিনি তাঁর বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। সেখানে থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা ও পরামর্শ নিচ্ছেন।

ওই চিকিৎসক মুঠোফোনে বলেন, তাঁর পুনরায় করোনা ‘পজিটিভ’ এলেও তিনি মোটামুটি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়ে চিকিৎসাসেবায় মনোযোগী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।