তেঁতুলিয়ায় দুই গাড়ির সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. রুবেল (২০) ও তাঁর সঙ্গে থাকা আরোহী মো. স্বপন (১৮) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মো. সুজন (১৯) নামের পিকআপের এক আরোহী। গতকাল বুধবার রাত ১০টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে উপজেলার ভেরসা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

পিকআপের চালক রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ-বোয়ালমারী এলাকার কালু মিয়ার ছেলে এবং স্বপন জেলার বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্বপন তেঁতুলিয়ার কালান্দিগঞ্জ এলাকার এইচ আর ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। আহত সুজন তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ-বোয়ালমারী এলাকার সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বলেন, রাতে চালক রুবেল পিকআপ ভ্যানে স্বপন ও সুজনকে নিয়ে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। ভেরসা সেতুর ওপর তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে খুঁজে পায়নি পুলিশ। ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার সময় কাভার্ড ভ্যানটি কাত হয়ে ভেরসা সেতুর ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক বন্ধ হয়ে যায়। পরে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানকে মহাসড়ক থেকে সরিয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। লাশ দুটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত দুজনের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।