‘তোমরা হামাক কম্বল দিচিন, গাওচ উশুম লাগোচে’

জয়পুরহাট সদর উপজেলার চকমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুসভার কম্বল বিতরণ। শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

‘দুই দিন ধরে অ্যানা শীত বেশি পড়িচে। মুই চাদর দিয়া শীত কাটাবার পারোচি না। শীতে মোর গাও কাঁপুছিল। তোমরা হামাক কম্বল দিচিন, গাওচ উশুম লাগোচে।’

তীব্র শীতে কষ্টে ভোগা ক্ষুদ্র জাতিসত্তার নারী কমলি পাহান (৮৫) একটি কম্বল পেয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার সকালে জয়পুরহাটে পৃথক তিনটি স্থানে এসব কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।

আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার চকমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই উপজেলার ঝামুটপুর চান্দাইর দ্বিমুখী দাখিল মাদ্রাসা ও আক্কেলপুর শহীদ ছমির উদ্দিন স্মৃতিপার্কে এসব কম্বল বিতরণ করা হয়। ২২৫ জন শীর্তাত পেয়েছেন এসব কম্বল। কমলি পাহান এসেছিলেন চকমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তাঁর বাড়ি তেঘর গ্রামে।

কম্বল বিতরণের জন্য জয়পুরহাট বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে স্লিপ বিতরণ করেন। পৃথক তিনটি স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে বন্ধুসভার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

কালাইয়ের ঝামুটপুর এলাকার নজরুল ইসলাম বলেন, ‘অনেক কম্বল দিচে। হামি কোনো কম্বল পাইনি। তোমরা মোক কম্বলটা দিয়ে খুব উপকার করলিন। আল্লাহ তোমাকরে ভালো করবে।’

আক্কেলপুর শহীদ ছমির উদ্দিন মণ্ডল স্মৃতিপার্কে বসে ভিক্ষা করেন মনতেজ প্রামাণিক (৭০)। তিনি বলেন, ‘মোক কেউ কম্বল দ্যায়নি। তোমরা হামাক কম্বল দিলিন। তোমরা সুস্থ থাক দোয়া করি।’

আক্কেলপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, চ্যালেন টোয়েন্টিফোরের জয়পুরহাট প্রতিনিধি হারুনুর রশিদ, আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিউর রাব্বী তিয়াস, সমীক্ষণ ডটকমের সম্পাদক নিয়াজ মোর্শেদ।

বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা বলেন, ‘প্রথম আলো সব সময় মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। গত দুই দিন উত্তরের এ জেলায় একটু বেশি শীত পড়েছে। এ সময় প্রথম আলোর কম্বল পেয়ে অসহায়, দরিদ্র মানুষ উপকৃত হলো। প্রথম আলোর এমন উদ্যোগ অব্যাহত থাকবেন এমনটাই প্রত্যাশা করছি।’

শীতার্ত ব্যক্তিদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।