‘ত্রাণ লইয়া আম্মেরা প্রথম আইছেন, আমরা সবাই খুব খুশি’

প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বরগুনায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাঝের চরেছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উচ্চ জোয়ারে বকুল বেগমের ঘরেও পানি ঢুকেছিল। পানিবন্দী অবস্থায় খেয়ে না খেয়ে তাঁর দিন কাটছিল। বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর মধ্যে জেগে ওঠা মাঝের চরের বাসিন্দা বকুল বেগম (৪৫) বলেন, ‘বইন্যার পর মোগো আর কেউ খোঁজ নেয়নি। সে সময় কেউই ত্রাণ নিয়ে আয়নি। ত্রাণ লইয়া আম্মেরা (আপনারা) প্রথম আইছেন, আমরা সবাই খুব খুশি।’

বরগুনায় বকুল বেগমদের মতো ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম আলো বরগুনা বন্ধুসভার সদস্যরা প্রথমে দুপুর ১২টায় মাঝের চরে সদর উপজেলা ও পাথরঘাটা উপজেলার ১৫০ জনের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন। একই সময়ে বন্ধুসভার অন্য সদস্যরা তালতলী উপজেলার খোট্টারচর এলাকায় ১০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবণ, বিস্কুট। দুর্যোগের সময় এই খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা হলেও হাসি ফুটেছে দুর্গত এলাকার মানুষের মলিন মুখে।

খাদ্যসামগ্রীর প্যাকেট হাতে পেয়ে মাঝের চরের বাসিন্দা আবদুল জব্বার হাওলাদার (৬০) বলেন, ‘বইন্যার সময় পানিতে সব ভাইসা গেছে। ঘরে কোনো খাবার নাই, আম্মেরা এই প্রথম ত্রাণ দিয়েছে। এই চাউল–ডাইল দিয়ে কয়েক দিন চলে যাবে। এর আগে মোরা কোনো ত্রাণ মোরা পাই নাই।’

খাদ্যসামগ্রী পেয়ে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মুখে হাসি ফুটেছে। আজ রোববার বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মাঝের চরে
ছবি: প্রথম আলো

তালতলীর সোনাকাটা ইউনিয়নের খোট্ররচর এলাকার আবদুল খালেকের (৬০) ঘরের সব মালামাল জলোচ্ছ্বাসে তলিয়ে নষ্ট হয়ে যায়। খালেক বলেন, ‘মোর সব শেষ হইয়া গেছে। আপনারা যা দিয়েছেন, তা দিয়ে কয়েক দিন নিশ্চিন্তয় কাটাতে পারব। মোগো একটা রাস্তা দেন, তা হলে মোগো জীবন বাঁচবে।’

প্রথম আলোর দেওয়া খাদ্যসামগ্রী নিয়ে গাছের ছায়ায় বসে ছিলেন মাঝের চরের বাসিন্দা (পাথরঘাটা অংশ) তানজিলা। তিনি বলেন, তাঁদের বেশি দরকার একটা বাঁধ। দয়া করে বাঁধ দিয়ে রক্ষা করেন। একটি ভালো বাঁধ হলে জীবনটাকে চালিয়ে নেওয়া যাবে। তাঁরা শুধু আশ্বাস পান, বাঁধ পান না।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রথম আলোর বরগুনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নারীবিষয়ক মুন্নী আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইয়াসিন, সদস্য সুলতানা আরোহী, শিলা আক্তার, নাদিয়া ইসলাম মীম, মারজানা ইসলাম, মেহেদী হাসান। এ সময় প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অনুদান

এ বছর ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে গতকাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেছে। গতকাল রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে এই টাকা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা টাকা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুর ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী।