দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে জাহাঙ্গীর আলম নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। গত সোমবার বিকেলে শহরের উসোজোনি এলাকায় জাহাঙ্গীরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর (৩৪) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের আতিক উল্যাহর ছেলে। প্রায় এক যুগ আগে জীবিকার তাগিদে অবৈধপথে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জাহাঙ্গীর। সেখানে যাওয়ার পর প্রথমে অন্যের দোকানে চাকরি নেন। পরে নিউক্যাসল শহরের উসোজোনি এলাকায় নিজেই একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন।

আতিক উল্যাহ জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাঁর ছেলের দোকানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা জাহাঙ্গীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দোকান থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।