দলিল লেখার সময় মারা গেলেন দলিল লেখক

দলিল লেখক দিপক রঞ্জন দাস
ছবি: সংগৃহীত

দলিল লেখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক দলিল লেখক। আজ রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লেখকদের কক্ষে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দলিল লেখকের নাম দিপক রঞ্জন দাস(৪৭)। তাঁর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।

কমলগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, দলিল লেখক দিপক রঞ্জন দাস রোববার দুপুরে তাঁর চেয়ারে বসে দলিল লেখার কাজ করছিলেন। হঠাৎ তিনি চেয়ার থেকে পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর শুনে তাঁর পরিবারে শোকের মাতম শুরু হয়। তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও চার কন্যাসন্তান রেখে গেছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ কুমার সিংহ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কমলগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর বখতিয়ার খান বলেন, কাজের মধ্যে এভাবে একজন সহকর্মীর মৃত্যু তাঁরা সহজে মানতে পারছেন না। তাঁরা সবাই এখন শোকার্ত।