দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এক বাড়ি থেকে অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সাতপাড়া গ্রামের অপু মিয়ার বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন অপু মিয়া (৩৮), জুয়েল রানা (২৮), সাজ্জাত হোসেন (৪২), আল আমিন (২৭), আল আমিন হোসেন (২০) ও শান্ত সরকার (২৬)।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতপাড়া গ্রামের অপু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি লোহার সাবল, একটি রামদা, একটি লোহার কাটার, একটি করাত, পাঁচটি সুইচ গিয়ার, একটি ছুরি ও ছয়টি মুঠোফোনসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ওই বাড়ি থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ জানায়, তাঁদের নামে আগে থেকেই চুরি ও ডাকাতির একাধিক মামলা আছে। আজ শুক্রবার নতুন করে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি বিষয়ে করা দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।