দাউদকান্দিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের শ্রমিক শাহ আলমের (৫৮) লাশ নিখোঁজের ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের কাছের একটা ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের বড় ছেলে মো. শাহেদ বলেন, জরুরি কাজে ছবি তোলার জন্য তাঁর বাবা গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় ঘর থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে শাহেদ বাবার খোঁজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাবার কর্মস্থল শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে শাহেদ বাবার লাশ সড়কের পাশের ডোবার পানিতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত রহস্য জানা যাবে।