দাউদকান্দিতে নৌকার সমর্থকের ওপর হামলার অভিযোগ

হামলার শিকার শাকিল মিয়া। কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

কুমিল্লায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ের পর নৌকার এক সমর্থকের দুই পা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আজ বুধবার সকালে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ওমর ফারুক মিয়াজীর সমর্থক ও আহত শাকিল মিয়ার (২২) অভিযোগ, বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন মোল্লার সমর্থক বোরহানুর রহমান ও শাহ পরান রড দিয়ে পিটিয়ে তাঁর পা থেঁতলে দিয়েছেন। অভিযুক্ত দুজনই জিংলাতলী গ্রামের বাসিন্দা।

শাকিল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কমপ্লেক্সের চিকিৎসক শামীম ফরহাদ জানান, শাকিলের দুই পায়ে কেটে যাওয়ার চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে দুই পায়ের হাড় ভেঙে গেছে।

তবে অভিযোগের বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা বলেন, তাঁর সমর্থকদের সঙ্গে ওমর ফারুক মিয়াজীর সমর্থকদের কোনো সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটেনি। বরং নৌকা প্রতীক পাওয়ার পরও বিজয়ী হতে না পেরে, নিজেদের মধ্যে ঝগড়ার বিষয়টি তাঁর সমর্থকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক রাজীব সাহা বলেন, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শাকিল মিয়াকে দেখেছেন। এ নিয়ে অভিযোগ পেলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।