দামুড়হুদায় নিখোঁজের একদিন পর গর্তে প্রতিবন্ধী কিশোরের লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর আবুল বাশার (১২) নামের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার খাঁ–পাড়ার একটি বালুর গর্তের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবুল বাশার ‍উপজেলার খাঁ–পাড়ার আবদুল মোমিনের ছেলে। সে বুদ্ধিপ্রতিবন্ধী ছিল বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। আবুল বাশারের মৃত্যুর ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আবুল বাশারকে গতকাল বুধবার সকালে বাড়ির পাশেই খেলা করতে দেখেছিলেন পরিবারের লোকজন। দুপুরের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন গতকাল দিন-রাত আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, আজ সকালে বাড়ির পাশের একটি বালুর গর্তে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের হস্তান্তর করেছে। মৃত কিশোরের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।