দিনাজপুর শহর এখন সিসি ক্যামেরার আওতায়

আজ রোববার পুলিশ সুপার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
ছবি: প্রথম আলো

ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় এসেছে দিনাজপুর শহর। শহরকে কঠোর নজরদারিতে আনতে ও শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অর্ধশত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে দিনাজপুর জেলা পুলিশ।

আজ রোববার বেলা ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, শহরের ‍ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে লিলির মোড়, মালদহপট্টি, বাহাদুর বাজার, পুলিশ লাইনস, ছয় রাস্তার মোড়, বাস টার্মিনাল হয়ে কলেজ মোড়সহ মোট ১৫টি স্থানে অর্ধশত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দুই মেগা পিক্সেলের প্রতিটি ক্যামেরার সঙ্গে রয়েছে সোলার ও মেমোরি কার্ড। এতে দুই সপ্তাহ পর্যন্ত ভিডিও সংরক্ষণ করা যাবে। সোলার থাকায় বিদ্যুৎ না থাকলেও তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে লাইট সংযুক্ত থাকায় আলোক–স্বল্পতা থাকলেও স্পষ্ট ভিডিও পাওয়া যাবে।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।

জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, কন্ট্রোল রুমে ছয়জন অপারেটর সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। শহরের কোথাও কোনো অসঙ্গতি দেখলে তৎক্ষণাৎ পুলিশের ফোর্স সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।