দিনাজপুরে আইনজীবীদের সংঘর্ষে আহত নারী এমপি হাসপাতালে

সংরক্ষিত নারী আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পরের দিন হাসপাতালে ভর্তি হয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

গত বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির কমিটির মেয়াদ বাড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ছিলেন সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই। সেই সংঘর্ষে তিনি আহত হয়েছেন।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে সাংসদকে দেখতে যান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংসদ মাথায় আঘাত পেয়েছেন। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পারলেও ধীরে ধীরে সাংসদ মাথা ও পিঠে ব্যথা অনুভব করতে শুরু করেন। একবার বমিও করেছেন। মামলার প্রস্তুতি চলছে বলে সাইফুল ইসলাম জানান।

সাংসদের শারীরিক অবস্থার বিষয়ে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা বলেন, তিনি মাথা ও পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেওয়া হয়েছে। এক্স-রেসহ অন্যান্য পরীক্ষা শেষে বাকিটা বলা যাবে।

এদিকে আইনজীবী সমিতির সংঘর্ষের ঘটনায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন সংঘর্ষে আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু। গতকাল শুক্রবার রাতে করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।

গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির বর্তমান কমিটি তাদের মেয়াদ বৃদ্ধি, পূর্বের কমিটির আর্থিক অনিয়মসহ ৯টি আলোচ্য বিষয় নিয়ে সাধারণ সভা ডাকে। সভা চলাকালে পূর্বের কমিটির নেতাদের মতপার্থক্যের ফলে এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।