দিনাজপুরে গ্রেপ্তার হলেন আল্লাহর দলের আঞ্চলিক প্রধান

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক প্রধান সুলতান মাহমুদ ওরফে বড় মানিক (৩২)
সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক প্রধান মো. সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক (৩০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার বিন্নাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও একটি সিডি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুলতান মাহমুদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় গত ১৮ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। মামলা নম্বর ২৪। দীর্ঘ সময় ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুলতান মাহমুদ বিন্নাকুড়ি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তার সুলতান মাহমুদ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শুক্রবার দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক সুলতান মাহমুদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান। তিনি দীর্ঘদিন ধরে আল্লাহর দলের হয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত। সাধারণ মানুষকে তাঁর কার্যক্রমে উদ্বুদ্ধ করে শান্তি–শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান অপরাধের কথা স্বীকার করেছেন। আজ বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।