দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় চন্দন কুমার রায় (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার খানসামা বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন কুমার রায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকের বীরগঞ্জ ঝাড়বাড়ি শাখায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন চন্দন কুমারের বড় ভাই বিজয় কুমার রায় (৪৫)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত চন্দন রায় তাঁর বড় ভাই বিজয় কুমার রায়কে বাসা থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকে নিয়ে আসছিলেন। চালকের আসনে ছিলেন চন্দন রায়। এ সময় খানসামা বাজারের পুরাতন ইউপি ভবনের কাছে এলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই চন্দনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বড় ভাই বিজয়কে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।