দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ১০ দিনের কঠোর বিধিনিষেধ

লকডাউন
প্রতীকী ছবি

করোনা সংক্রমণ ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ১০ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১০ দিনব্যাপী এই বিধিনিষেধ চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।
আজ সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মশিউর রহমান, ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ প্রমুখ।

সভা শেষে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজউদ্দিন বলেন, সংক্রমণ প্রতিরোধে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ১০ দিনের কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়ের মধ্যে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাঁচাবাজার ও মুদিদোকান খোলা থাকবে। ওই সময়ের পরে শুধু ওষুধ ও জরুরি পণ্যসামগ্রীর দোকান খোলা থাকবে। পৌর শহরে উপযুক্ত কারণ ছাড়া ইজিবাইকসহ সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোগী পরিবহন ও উপযুক্ত কারণ ছাড়া উপজেলার আন্তযোগাযোগের ক্ষেত্রেও কঠোরতা থাকবে। বিধিনিষেধ কার্যকর রাখতে প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। এই ১০ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত ২৪ ঘণ্টায় এই উপজেলায় ৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে সাতজনের। শতকরা হিসাবে ২৩ শতাংশ। জেলায় করোনা সংক্রমণের হার ৪৮ দশমিক ২০ শতাংশ। আজ পর্যন্ত এই উপজেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৭০ জনের। মৃত্যু হয়েছে ৯ জনের। আর সক্রিয় রোগী রয়েছেন ৬০ জন।

উপজেলার গত চার মাসের করোনা রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, মার্চ মাসে উপজেলায় করোনা শনাক্ত হয়েছিল ৫ জনের, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫ জন এবং সর্বশেষ চলতি মাসের ২৪ দিনে শনাক্ত হয়েছে ৭০ জনের। এ ছাড়া গত বছর ডিসেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা ছিল আটজন। ডিসেম্বর থেকে ১৮ জুন পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ১৯ জুন ১ জনের মৃত্যু হলে এ সংখ্যা দাঁড়ায় ৯ জনে।