দীঘিনালায় ৩টি গাড়ি নিয়ে ভেঙে পড়ল বেইলি সেতু, আহত ৭

খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের বোয়ালখালী খালের বেইলি সেতুটি ভেঙে পড়েছে। ট্রাকের পেছনে উল্টে আছে মাহেন্দ্রটি। শনিবার বোয়ালখালী চৌমুহনী এলাকায়
পলাশ বড়ুয়া

খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কে বোয়ালখালী চৌমুহনী এলাকায় বেইলি সেতু ভেঙে পড়েছে। আজ শনিবার সকালে কাঠবোঝাই দুটি ট্রা, যাত্রীবাহী একটি মাহেন্দ্রসহ সেতুটি ভেঙে পড়ে। এতে দীঘিনালা-লংগদু দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বিবেক চন্দ্র গোমস্তা বলেন, সকালে পরপর কাঠবোঝাই দুটি ট্রাক সেতুতে ওঠে। ট্রাকের পেছনে যাত্রীবাহী মাহেন্দ্রটি সেতুতে উঠে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার পর সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর কাঠবোঝাই দুটি ট্রাক একটি আরেকটির সঙ্গে লাগানো। ট্রাকের পেছনে মাহেন্দ্রটি উল্টে আছে। সেতুর দক্ষিণ অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। খালের মধ্যে কাঠগুলো ছড়িয়ে–ছিটিয়ে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা শিউলী চাকমা প্রথম আলোকে বলে, ভেঙে পড়া সেতু এলাকা থেকে আহত অবস্থায় সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি সেতুটি সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাকিল মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, সেতু নির্মাণে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। কাঠবোঝাই দুটি ভারী ট্রাক সেতুতে ওঠায় তা ভেঙে পড়েছে।