দুই ভাইয়ের বিরোধ, হামলায় প্রাণ গেল জামাতার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুতের সংযোগ দেওয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে হামলায় একজনের জামাতা নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। গত শুক্রবার রাতে ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবদুল আউয়াল (৪২)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার আলা বখশের ছেলে।

আহত দুজন হলেন শ্রীবরদীর ঝগড়ারচর দক্ষিণ বাজার এলাকার দুদু মণ্ডলের ছেলে মো. মোস্তফা (৩০) ও ইসলামপুরের কড়ইতলা গ্রামের সমর উদ্দিনের ছেলে মো. শরাফত আলী (৩০)। শরাফতকে শেরপুর জেলা সদর ও মোস্তফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঝগড়ারচর দক্ষিণ বাজার এলাকার বুনু মণ্ডলের ছেলে দুদু মণ্ডল ও হজরত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যুতের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাত নয়টার দিকে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে হজরত আলীর পরিবারের সদস্যরা দা, লাঠি, ফলাসহ দেশীয় অস্ত্র নিয়ে দুদু মণ্ডল ও তাঁর স্বজনদের ওপর হামলা করেন। এতে দুদু মণ্ডলের জামাতা আবদুল আউয়াল ও শরাফত এবং ছেলে মোস্তফা আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন। মোস্তফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই হজরত আলীসহ পাঁচজনকে আটক করে। আজ শনিবার আরও তিনজনকে আটক করা হয়।

জানতে চাইলে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার আজ দুপুরে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা সদর হাসপাতালের মর্গে আউয়ালের লাশের ময়নাতদন্ত হয়েছে।