দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার গোগর চৌরাস্তায় রানীশংকৈল-পীরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী অপর দুজন।

নিহত দুজন হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামের যোগেন বর্মণের ছেলে জয় (১৮) ও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুল রায়ের ছেলে তিলক রায় (১৮)। আহত দুজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি বৌরানী গ্রামের আশাপূর্ণ (১৯) ও নেত্রকোনার মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে মামুন ইসলাম (২২)। মামুন নেত্রকোনার মদন উপজেলা থেকে এখানে ধানমাড়াইয়ের কাজে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিলক রায় মোটরসাইকেলের পেছনে মামুনকে চড়িয়ে রানীশংকৈলের দিকে যাচ্ছিলেন। এদিকে জয় ও আশাপূর্ণ রানীশংকৈল থেকে পীরগঞ্জের দিকে আসছিলেন। বেলা আড়াইটার দিকে গোগর চৌরাস্তা এলাকায় ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয় ও তিলককে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে আশাপূর্ণ ও মামুনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।