দুজনের মনোনয়নপত্র দাখিল

বিএনপির প্রার্থী সেলিম রেজা ও আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সেলিম রেজা আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁকে নিয়ে এ আসনে প্রার্থী হলেন দুজন। এর আগে সোমবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তানভীর শাকিল মনোনয়নপত্র জমা দেন।

আজ এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোট গ্রহণ করা হবে।

এ আসনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
আবুল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা

বিএনপির প্রার্থী সেলিম রেজা উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

এ আসনের সাংসদ নাসিম ১২ জুন মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, এ আসনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।