দুদকের মামলায় রংপুরে ফটোসাংবাদিকের জামিন মঞ্জুর

গোলজার রহমান আদর
ছবি: সংগৃহীত

রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালের কণ্ঠের আলোকচিত্রী সাংবাদিক গোলজার রহমান আদরের জামিন মঞ্জুর হয়েছে। আজ সোমবার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে নির্ধারিত শুনানির দিনে বিচারক তাঁর জামিন মঞ্জুরের আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোলজার রহমানকে গত বুধবার রংপুর শহরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আদালতের মাধ্যমে গত বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠায়।

জামিনের বিষয় নিশ্চিত করে রংপুর দুদকের জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুউদ্দিন আহমেদের আমলে গোলজার রহমান ছিলেন সিটির জনসংযোগ সহকারী। ২০১৭ সালের ৭ ও ৮ আগস্ট ৪৭টি প্যাকেজ প্রকল্পের কাজের দরপত্র তিনটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন ছাপার কথা থাকলেও তা ছাপা হয়নি। স্বজনপ্রীতি করে এসব প্রকল্পের কাজ পছন্দের ঠিকাদারকে দেওয়ার অভিযোগ উঠেছিল।

এ ঘটনায় দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক নূর আলম বাদী হয়ে ২০১৯ সালের ২৭ জুলাই হারাগাছ থানায় একটি মামলা করেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।