দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে ম্যানহোলে মিলল অর্ধগলিত লাশ

লাশের প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় ম্যানহোল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ সোমবার নিহত ওই যুবকের বড় ভাই আবদুল আওয়াল বাদী হয়ে থানায় মামলা করেন।

লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম কামাল হোসেন (৩৫)। তিনি টাঙ্গাইলের কালিহাতী সদর এলাকার আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে এলাকাবাসী রোববার রাতে সাইনবোর্ড থেকে কামারজুরি যাওয়ার সড়কের ওপর ম্যানহোলে লাশের সন্ধান পান। পরে রাতেই ম্যানহোলের ভেতর থেকে শার্ট-প্যান্ট পরা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তিনি ১০ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পাঁচ থেকে ছয় দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশটি ম্যানহোলে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।