দুর্গাপুরে তেলের দোকানে আগুন, একজন দগ্ধ

দুর্গাপুর পৌরসভার একটি জ্বালানি তেলের দোকানে মঙ্গলবার রাতে আগুন ধরে যায়। বুধবার সকালের ছবি
সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে একটি জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দুর্গাপুর পৌরসভা এলাকার পুরোনো বাস টার্মিনালসংলগ্ন খাদেম স্টোর নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে আরও দুটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানমালিকের ছেলে খাদেমুল ইসলাম (২৮) দগ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত একটার দিকে খাদেম স্টোরে যমুনা তেল কোম্পানির একটি ট্যাংকলরি থেকে ড্রামে পেট্রল সরবরাহ করা হচ্ছিল। এই দোকানের পাশে আরেকটি দোকানে খড় রাখা ছিল। ওই দোকান থেকে হঠাৎ সিগারেটের আগুনের মাধ্যমে ট্যাংকলরি থেকে সরবরাহ করা তেলের পাইপে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই তেলের দোকানে আগুন ধরে যায়। দোকানে রাখা ডিজেল, কেরোসিন ও পেট্রলের ড্রামে আগুন ধরে যায়। ওই দোকানের পাশে থাকা আরও দুটি দোকান আগুনে পুড়ে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছান এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাদেম স্টোরের মালিক আফসার আলী জানান, তাঁর দোকানে ডিজেল, কেরোসিন ও পেট্রলের প্রায় ৫০টি ড্রাম ছিল। রাতে ট্যাংকলরি থেকে ড্রামে তেল সরবরাহ করা হচ্ছিল। এমন সময় আগুন ধরে সব তেল পুড়ে যায়। এতে তাঁর ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আশরাফুর রহমান বলেন, তাঁরা আশপাশের মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন, সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। তেলের দোকানের ১২ লাখ ও অন্য দুই দোকানে ৩ লাখসহ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী স্টেশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।