দুর্ঘটনার পর খালে পড়ে গেল লরি ও অটোরিকশা

দুর্ঘটনার পর খালে পড়ে যায় তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশা
প্রথম আলো

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় চাঁদপুর-রায়পুর সড়কে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক জাহাঙ্গীর হোসেন (৪০) ও নিলুফা ইয়াসমিন রুমা (৩৮)। গুরুতর আহত হন মামুন (৩৫)। তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অটোরিকশাচালকের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলায় এবং নিহত নারীর বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে। এ ছাড়া গুরুতর আহত মামুনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শোল্লা এলাকায়।

ফরিদগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা অয়েল কোম্পানির তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে যাওয়ার সময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লরির চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে লরি চাপা দেয়। দুটি যানই পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন এই ঘটনা নিশ্চিত করে বলেন, ‘আমরা এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করেছি। তবে লরির চালক পলাতক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’