দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেঘনা খাতুন (২২) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পুঁটিমারি গ্রামের পুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেঘনা খাতুনের স্বামী মহিদুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা মহিদুল ইসলাম মোটরসাইকেলে তাঁর স্ত্রী মেঘনাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে তাঁরা কুর্শা ইউনিয়নের পুঁটিমারি গ্রামের পুলপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেঘনা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

পরে এলাকাবাসী মহিদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। তিনি এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় একটি বাজারের সিসি ক্যামেরা থেকে পিকআপ ভ্যানটির ছবি ধারণ করা হয়েছে। তবে এখনো শনাক্ত করা যায়নি। গুরুতর আহত মহিদুল ইসলামের চিকিৎসা চলছে। তাঁর শরীরেরে বেশ কয়েক জায়গায় আঘাত লেগেছে।