দুর্বত্তদের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদরের বাবুপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।
নিহত ব্যক্তির নাম রত্ন সাগর চাকমা ওরফে রতন চাকমা (২৩)। তিনি জনসংহতি সমিতির (এম এন লারমা) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কাচালং ডিগ্রি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা একটার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে বাবুপাড়ায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি ব্রাশফায়ার করতে থাকে দুর্বৃত্তরা। এ সময় বাবুপাড়ার একটি চায়ের দোকান থেকে পালাতে গিয়ে রত্ন সাগর চাকমা গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে মারা যান রত্ন সাগর। এ ঘটনার সঙ্গে সঙ্গে জনসংহতি সমিতি (এম এন লারমা) ও জেএসএসের মধ্যে বিভিন্ন স্থানে গুলিবিনিময় হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ নিজ নিজ স্থানে চলে যায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।