দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছেন এক দম্পতি

জামালপুর সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে এক দম্পতির শরীর ঝলসে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় এই দম্পতির ওপর দাহ্য পদার্থ ছোড়া হয়।
আজ রোববার তাঁদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এই দম্পতি হলেন মামুনুর রশীদ (৫৫) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (৪০)। তাঁদের বাড়ি দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর এলাকার হাঁটুভাঙা গ্রামে। মামুন একজন কৃষক।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এই দম্পতির কৃষিকাজ ও গবাদিপশু লালন-পালন করে সংসার চালান। তাঁদের একটি গরুর খামার রয়েছে। তাঁরা খামারের এক কোনায় চৌকিতে বিছানা করে রাতে গরু পাহারা দেন এবং সেখানেই ঘুমান। গতকাল রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা মশারির ওপর দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরিবারের লোকজন দ্রুত তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, দাহ্য পদার্থে এই দম্পতির শরীরের ২৫ শতাংশ ঝলসে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল সরেজমিনে দেখে এসেছে। দাহ্য পদার্থটি অ্যাসিড ছিল কি না, এই মুহূর্তে বলা সম্ভব নয়। ওই দম্পতির চিকিৎসা নিয়ে স্বজনেরা ব্যস্ত রয়েছেন। ফলে তাঁরা থানায় এখনো অভিযোগ দেননি।